কলকাতা, ০২ জুন- হাইমাদ্রাসার দশম শ্রেণির ফলে তাক লাগিয়ে দিল মালদহ। শুধু ছাত্রীদের মধ্যে প্রথম স্থানাধিকারীই নয় এই জেলা পেল যুগ্ম চতুর্থ ও অষ্টম স্থানাধিকারীকেও। এবার মালদহের ছাত্রীরা অসাধারণ ফল করে ছাত্রদের টপকে বাজিমাত করল। পাশের হারের নিরিখে অন্য জেলার তুলনায় পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সাফল্যে অন্য জেলাকে টেক্কা দিল মালদহ। এবার মালদহে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ২৩১। তাদের মদ্যে পাস করেছে ৮ হাজার ৮০৫ জন। সাকুল্যে পাশের শতকরা হার যেখানে ৮২.০৪ শতাংশ, সেখানে মালদহের শতকরা হার ৭৮.০৪ শতাংশ। মালদহের কালিয়াচকের কামদিটোলা হাইমাদ্রাসার ছাত্রী মেহবুবা ইয়াসমিন রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে। ছাত্রীদের মধ্যে সে-ই সেরা। তার প্রাপ্ত নম্বর ৭৪৮। এই জেলারও সেরা মেহবুবা। যুগ্মভাগে চতুর্থস্থান অধিকার করেছে ভগবানপুর হাইমাদ্রাসার ছাত্র ফাহাদ হোসেন ও অচিনতলা হাইমাদ্রাসার ছাত্রী মুসকান খাতুন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭৪৬। এরা মালদহের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় ও রাজ্যে চতুর্থ স্থান লাভ করেছে। আর বটতলা আদর্শ হাইমাদ্রাসার ছাত্রী মেহবুবা সিদ্দিকি রাজ্যে অষ্টম স্থান দখল করেছে। চার প্রাপ্ত নম্বর ৭৪১। মাদ্রাসা বোর্ডের এই পরীক্ষায় মালদহ বরাবর ভালো ফল করে আসছে। মাদ্রাসা বোর্ডের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মহম্মদ আসিফ ইকবাল জানান, এবার পুরো রাজ্যের মধ্যে মালদহ সার্বিকভাবে ভালো ফল করেছে। আর ছাত্রীদের সাফল্য অপেক্ষাকৃত ভালো। মেধা তালিকায় জেলার চার ছাত্র-ছাত্রীর স্থান পাওয়া বিশেষ ব্যাপার। তাদের মধ্যে আবার তিনজন ছাত্রী। শুক্রবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হয়। ৫১ দিনের মাথায় এই তিন পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা হয়েছিল ১২ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। হাইমাদ্রাসা পরীক্ষায় বসেছিল ৫২ হাজার ৫০২ জন ছাত্রছাত্রী। আলিমে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৬০ জন। আর ফাজিলের পরীক্ষার্থী ৩ হাজার ৭১২ জন। এবার হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তৌফিক আনোয়ার। তাঁর প্রাপ্ত নম্বর ৭৫৩। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃতীদের শুভেচ্ছা জানান। টুইট করে তিনি সকলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করেন। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/০৭:১৪/০২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xAWUMR
June 02, 2018 at 03:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন