ফ্রেঞ্চ ওপেন না বলে এটাকে রাফায়েল নাদাল ওপেন বললেও বোধহয় বেশি বলা হবে না। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাস তথা টেনিস গ্র্যান্ডস্লামের ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ বার শিরোপা জেতার রেকর্ডটি নাদালেরই দখলে। তাই নিজের এই ফেবারিট টুর্নামেন্টে তার কাছে যে কেউ পাত্তা পাবেন না সেটা অনেকটা অনুমেয়। বৃষ্টিবিঘ্নিত ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ১১তম বাছাই আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যানকে ৩-১ সেটে হারিয়ে ১১তমবারের মট ফরাসি ওপেনের সেমিতে উঠে গেলেন নাদাল। যেখানে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন আরেক আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোকে। কোয়ার্টার ফাইনালে বুধবার মাঠে নেমেছিলেন নাদাল-শোয়ার্টজম্যান। কিন্তু দ্বিতীয় সেট চলাকালীন বৃষ্টির বাধায় আর কোর্টে নামা হয়নি তাদের। প্রথম সেট ৪-৬ গেমে জিতে অঘটনের শঙ্কা জাগিয়ে তুলেছিলেন শোয়ার্টজম্যান। দ্বিতীয় সেটে নাদাল যখন ৩-৫ গেমে এগিয়ে তখনই বৃষ্টি নামলে বন্ধ থাকে খেলা। বৃহস্পতিবার ম্যাচটি শেষ করার লক্ষ্যে আবারো কোর্টে নামে দুজন। কিন্তু বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসলো নাদালের জন্য। পরপর তিন সেট জিতে শোয়ার্টজম্যানকে কোন রকম ছাড় না দিয়ে ৪-৬, ৬-৩, ৬-২, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন নাদাল। ম্যাচ শেষেও নাদাল জানান বৃষ্টিই তার ভাগ্য বদলে দিয়েছে। নাদালের প্রতিপক্ষ পঞ্চম বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সিলিচকে ৭-৬, ৫-৭, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে সেমিতে ওঠেন তিনি। ২০০৯ সালের পর আবারো রোলান্ড গারোসের সেমিতে উঠলেন এই আর্জেন্টাইন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১২:১৪/০৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M7yfmg
June 08, 2018 at 06:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন