ওয়াশিংটন, ১৫ জুনঃ নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের উপর হামলাকারী পাক তালিবান নেতা মোল্লা ফজলুললাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) প্রধান ফজলুললাহকে মার্কিন বাহিনী হত্যা করেছে জানিয়েছেন বাহিনীরই এক বর্ষীয়ান আধিকারিক। ফজলুললাহ ‘রেডিয়ো মোল্লা’ বা ‘মোল্লা রেডিয়ো’ নামেও পরিচিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন, বুধবার গভীর রাতে ফজলুললাহকে টার্গেট করেই আফগানিস্তানের কুনার প্রদেশে হামলা চালানো হয়। ফজলুললাহের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছে এক তালিবান নেতাও।
মার্কিন নথি অনুযায়ী, ২০১২ সালে মালালা ইউসুফজাইকে টার্গেট করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল ফজলুললাহ। মালালাকে চিহ্নিত করে তার মাথায় গুলি করা হয়। মালালা অবশ্য বেঁচে গিয়েছিলেন। দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলেছে ব্রিটেনে। পরে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। পেশোয়ারের সেনাস্কুলেও হামলা চালিয়েছিল ফজলুললাহর দলবল। তাতে নিহত হয়েছিলেন ১৫১ জন। তাঁদের মধ্যে ১৩০ জনই ছিল পড়ুয়া। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টিটিপি-ই ২০১২সালে পাক সেনাবাহিনীর ১৭ জন যোদ্ধার মাথা কেটে দিয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LRfG54
June 15, 2018 at 10:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন