নিঝনি নভোগরোদ, ২৪ জুন ঃ নক আউট স্টেজ নিশ্চিত করে ফেলার লক্ষ্যে আজ পানামার বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষ দিকে গোল পেয়েছিল ব্রিটিশরা। কিন্তু আজ বড়ো ব্যবধানে জিততে চাইছেন হ্যারি কেন. মার্কাস রাশফোর্ডরা। এই প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে পানামা ও ইংল্যান্ড। কনকাকাফ জোনের কোনো দেশের বিরুদ্ধে গত চারটি বিশ্বকাপে হারেনি ইংল্যান্ড। ১৯৫০ সালে শেষবার হেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অন্যদিকে, এই প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছে পানামা। কিছুটা অঘটন ঘটিয়েই বিশ্বকাপে এসেছে তারা। তবে বেলজিয়ামের কাছে হারের পর তারা বাস্তবের কঠিন মাটিতে নেমে এসেছে। তবে যেহেতু বিশ্বকাপের মঞ্চ, তাই পানামাকেও হালকা করে দেখতে নারাজ ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2txBLOn
June 24, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন