কুয়ালালামপুর, ১০ জুনঃ ফাইনালে পৌঁছেও এশিয়া কাপ হল না ভারতের। ব্যাটিংয়ে খারাপ পারফরম্যান্সের জেরে বাংলাদেশের কাছে হারতে মিতালিদের। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ২০ ওভারে অধিনায়ক হরমনপ্রীত কউরের ৪২ বলে ৫৬ রানের অসাধারণ ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত। শেষ বলে ২ রান নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
২টো রান আউট এবং অবস্ট্রাক্টটিং দ্য ফিল্ডের জন্য ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ভারত।
ব্যাট করতে নেমে প্রথম থেকে দেখে খেলার নীতি নিয়ে চলছিল বাংলাদেশ। একতা বিস্ত কোনো উইকেট পাননি। পুনম যাদব ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। কিন্তু ঝুলন বা অনুজারা বল হাতে কেউই দাগ কাটতে পারেননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MgMyVY
June 10, 2018 at 04:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন