উড়ল না মোমো, মহাকাশ অভিযানে ধাক্কা খেল জাপান

টোকিও,৩০ জুনঃ  মহাকাশ অভিযানে ধাক্কা খেল জাপান। যাত্রা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল সেদেশে বেসরকারি উদ্যোগে তৈরি দূরনিয়ন্ত্রিত রকেট মোমো-২। ইনটারনেট পরিসেবা প্রদানকারী সংস্থা ইনটারস্টেলার টেকনোলজিসের তৈরি মোমো-২ হল জাপানের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি রকেট। শনিবার স্থানীয় সময ভোর সাড়ে পাঁচটায় রকেটটি দক্ষিণ হোক্কাইডোর তাইকি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করে। সেদেশের টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, রকেটটি ওড়ার কয়েক মুহূর্ত পরেই লঞ্চ প্যাডের মধ্যে ভেঙে পড়ে। গত বছর জুলাই মাসেও উড়ানের পরেই একটি রকেটের সঙ্গে জাপানের মহাকাশ সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KxHApQ

June 30, 2018 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top