টাইগাররা সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল ২০১৪ সালে। ওই সফরে তিন ওয়ানডে, এক টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা বাতিল হলেও টেস্ট-ওয়ানডে সিরিজে হতে হয়েছিল হোয়াইটওয়াশ। ৪ বছর পর আবারও ক্যারিবীয় সফরে বাংলাদেশ। দলে নতুন অনেক মুখ, নতুন অধিনায়ক আর নতুন কোচ। সব মিলে ভালো কিছুর প্রত্যাশা। প্রত্যাশা আগেরবারের হতাশা ভুলে সফরটা শেষ হবে ভালো কিছু দিয়ে। দীর্ঘ ৮ মাসের কোচ খরা কাটিয়ে দলে যোগ দিয়েছে নতুন কোচ। সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসের তত্বাবধানে সাকিব আল হাসানের টেস্ট দল পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্নাঙ্গ সফরে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এরপরই আছে দুটি টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর দুদিন বিরতি দিয়ে হবে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ। আছে তিনটি একদিনের ম্যাচ। ওয়ানডে সিরিজের পর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই তিন ম্যাচের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। মূল সিরিজ শুরুর আগে আজ থেকে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ বনাম বাংলাদেশের ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের হয়ে খেলবেন শামারাহ ব্রুকস (অধিনায়ক), জন ক্যাম্পবেল, তাগেনারিন চন্দরপল, ঝামার হ্যামিল্টন, শিমরন হেটমেয়র (উইকেট কিপার), আলজারি ঝোসেফ, কিয়ন হার্ডিং, শায়েন মোসেলি, গুদাকেশ মোটি, রোমারিও শেপার্ড, ভিশাউল সিং ও ওডিন স্মিথ। বাংলাদেশ দলে আছেন সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহাস, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হাসান শান্ত, শফিউল ইসলাম। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ০৪:১১/ ২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tEX2pw
June 28, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top