চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়; কিন্তু এখনো যেন সেদিনের সালাহকে করা রামোসের ট্যাকলের বিতর্কের অবসান ঘটছে না। সেই বিতর্ককে খানিকটা উসকে দিতেই যেন সালাহ বলে দিলেন, রামোসকে ক্ষমা করেননি তিনি। সেদিনের সে ঘটনার পর রামোস সালাহকে শুভকামনা জানিয়ে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন; কিন্তু সালাহর ভাষ্যমতে, তিনি রামোসকে কখনোই বলেননি সব ঠিকঠাক ছিলো। মিশরের এই ফরোয়ার্ড বলেন, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত ছিলো। যখন আমি মাটিতে পড়লাম তখন আমার শারীরিক ব্যথা ও দুশ্চিন্তা নিয়ে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছিলো। এছাড়াও আমার মাঝে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো একটি ম্যাচে আর না খেলতে পারার জন্য বিষণ্ণতা ও ক্রোধ কাজ করছিলো। কিছু সময় পর আমিও বিশ্বকাপে না খেলতে পারার সম্ভাবনার কথা ভেবেছিলাম এবং সেটি ছিলো বিপর্যস্ত একটি চিন্তা। সে (রামোস) আমাকে একটি বার্তা পাঠিয়েছে; কিন্তু আমি কখনোই বলিনি যে, আমি ঠিক ছিলাম। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JwEv5r
June 10, 2018 at 05:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top