দ্বারকানাথ ঠাকুরের নতুন মূর্তি বসতে চলেছে লন্ডনে

লন্ডন, ১৪ জুনঃ ভারতীয়দের মধ্যে প্রথম শিল্পপতিদের অন্যতম দ্বারকানাথ ঠাকুরের  নতুন মূর্তি বসতে চলেছে লন্ডনে। উনবিংশ শতাব্দীর প্রথমদিকে দ্বারকানাথ ঠাকুর স্টিম ইঞ্জিন থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টরে একাধিক বিনিয়োগ করেছিলেন।  লন্ডনে প্রিন্স দ্বারকানাথের একটি সৌধও রয়েছে। লন্ডন শারদ উৎসবের সভাপতি অনির্বাণ মুখোপাধ্যায় জানান, মূর্তি উন্মোচনের সময় প্রধান অতিথি হিসেবে  মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে।

১৮৪৬ সালের অগাস্ট মাসে ইংল্যান্ডে থাকা কালিন  দ্বারকানাথ মারা যান। তাঁকে সমাধিস্ত কার হয় উত্তর-পশ্চিম লন্ডনের কেনসল গ্রিন সেমেটারিতে। সেখানেই এই বছরের আগস্টে তাঁর মূর্তি উন্মোচোন করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sXVkQx

June 14, 2018 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top