দেরাদুন, ০৫ জুন- তিন ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ জুন) ভারতের দেরাদুনে রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং জিটিভি। প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৫ রানে পরাজয় বরণ করে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ-শামিউল্লাহ শেনওয়ারির ব্যাটিং নৈপুণ্যে ১৬৭/৮ রানের লড়াকু পুঁজি পায় আফগানরা। জবাবে ১২২ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের এ হারের নেপথ্যে বড় প্রভাব ছিল আফগানিস্তানের দুই স্পিন মায়েস্ত্রো রশিদ খান ও মুজিব-উর-রহমানের। দ্বিতীয় ম্যাচেও তারাই হতে পারেন ম্যাচের নিয়ামক। গেল ম্যাচে তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) দুর্বলতা দেখা গেছে বাংলাদেশের। আত্মবিশ্বাসের ঘাটতি ছিল শারীরিক ভাষাতেও। জয় পেতে হলে এসব কাটিয়ে উঠতে হবে তামিম-মুশফিকদের বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আরিফুল হক। আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আজগর স্টানিকজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত এবং শাপুর জাদরান। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৮:১১/ ০৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kSNC5W
June 06, 2018 at 02:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন