দিঘার পর্যটকদের সতর্ক করতে আসছে বিচ সেফটি অ্যাপ

দিঘা, ২৮ জুনঃ দিঘায় সমুদ্রে ডুবে পরপর মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। পর্যটকদের সচেতন করতে ও নিরাপত্তা আরও জোরদার করতে টাটা কনাসালটেন্সির সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ‘দিঘা বিচ সেফটি’ নামে মুক্তি পাবে ওই অ্যাপটি৷  অ্যাপটির ডেভলপমেন্টের কাজ চলছে এখন ।  ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা দলের সদস্যরা ইতিমধ্যেই দিঘার দুই থানার পুলিশ কর্মীদের নিয়ে একটি কর্মশালাও করেছেন । এই প্রসঙ্গে কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু বলেন, ‘অ্যাপটি খুব দ্রুতই চালু হয়ে যাবে। মোবাইল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এ দিনের নানা সময়ে দিঘার আবহাওয়া, জোয়ার-ভাটা, গভীর-অগভীর সমুদ্র সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই মিলবে এই অ্যাপের সাহায্যে। এর ফলে পর্য্টকরা আরও বেশি সতর্ক হতে পারবেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tGYNDF

June 28, 2018 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top