পাটনা, ১০ জুনঃ এবার মদ খুঁজে বের করবে কুকুর। এ জন্য তেলঙ্গানা থেকে ২০টা বিশেষ প্রশিক্ষিত কুকুরছানা আনাচ্ছে বিহার সরকার।
কীভাবে অ্যালকোহলের গন্ধ শুঁকে খুঁজে বার করা যায় কুকুরছানাগুলি তার ট্রেনিং নিচ্ছে তেলঙ্গানার ইনটেলিজেন্স ইনটিগ্রেটেড ট্রেনিং অ্যাকাডেমিতে। এ ধরণের কুকুর বিস্ফোরতক খুঁজে বের করতে ব্যবহার হয়।
২ বছরের বেশি সময় ধরে বিহারে মদ নিষিদ্ধ। ধরা পড়লেই শাস্তি। তবু লুকিয়ে চুরিয়ে মদ খাওয়া চলছেই। চলছে কারবারও। বিহার পুলিশ জানিয়েছে, ২০টি কুকুরছানা এখন তেলঙ্গানা থেকে মদের গন্ধ শুঁকে তা খুঁজে বার করা শিখছে। এ জন্য সময় লাগবে ৮-৯ মাস। কোর্স সম্পূর্ণ হলে বিহারে এসে বেআইনি মদ খুঁজে বার করার কাজে লাগবে তারা। পাটনা, মুজফফরপুর, দ্বারভাঙা ও ভাগলপুরে কাজে নিযুক্ত কররা হবে এদের।
এই পন্থায় সাফল্য পেলে এ ধরনের আরও কুকুর নিয়ে আসবে বিহার সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LFzVCr
June 10, 2018 at 04:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন