শুক্রবার (১৫ জুন) বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতর। এ উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারাক জানিয়েছেন তুর্কী বংশোদ্ভুত জামার্নি মিডফিল্ডার মেসুতো ওজিল। বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে দলের সঙ্গে রাশিয়ায় অবস্থান করছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাঠে দাঁড়িয়ে মোনাজাত করছেন এমন একটি ছবির ওপর লাল শেড দিয়ে বড় করে ঈদ মোবারক লিখে পোস্ট করেন তিনি। প্রসঙ্গত, মেসুতো ওজিল। ফুটবল বিশ্বে পরিচিত এক নাম জার্মানির এই মুসলিম ফুটবলার। খেলাধুলা ছাড়াও ধর্মীয় অনুশাসনের কারণে নানান সময় আলোচনায় আসেন তিনি। পশ্চিম জার্মান ক্লাব শালকার হয়ে ওজিলের ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে তিনি আর্সেনালের হয়ে খেলছেন দুরন্ত প্রতাপে। বয়স ৩০ হলেও আগের শক্তি ভর করে মধ্যমাঠে গোড়ার রেসে দৌড়ে বেড়ান দেদারসে। রাশিয়া বিশ্বকাপে এফ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ ম্যাক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। রোববার ম্যাক্সিকোর বিপক্ষে মস্কোতে মাঠে নামবে ওজিলের জার্মানি। সূত্র: গোনিউজ২৪ আর/১২:১৪/১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JVgecD
June 16, 2018 at 06:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন