সলমনকে খুনের ছক কষেছিল গ্যাংস্টার

গুরুগ্রাম, ১০ জুনঃ সলমন খানকে খুনের ছক কষেছিল গ্যাংস্টার লরেন্স বিশনই। লরেন্সের সহযোগী সম্পত নেহরাকে গ্রেফতার করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে গুরুগ্রাম এসটিএফ।কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনের নাম জড়ানোর পরেই তাঁকে খুনের ছক কষে লরেন্স। সম্পত জানিয়েছে, কীভাবে সলমনকে মারা হবে, তার সমস্ত প্ল্যান ছকে ফেলা হয়েছিল। মে মাসের প্রথম সপ্তাহে মুম্বইয়ে গিয়ে সলমনের বাড়ির সামনে গিয়ে রেইকিও করে আসা হয়। সলমনের আসা-যাওয়ার সময়, নিরাপত্তা সংক্রান্ত সব খবরও যোগাড় করা হয়। এমনকী কিভাবে, কোন অস্ত্র দিয়ে মারা হবে, তাও ঠিক হয়ে গিয়েছিল। কিনতু তার আগেই সম্পত ধরা পড়ে যাওয়ায় ছক বানচাল হয়ে যায়।জানা গিয়েছে, সম্পত জাতীয়স্তরের অ্যাথলিট ছিল। কিন্তু গাড়ি চুরি করে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে।

কালো হরিণ শিকারে অভিযুক্ত সলমনকে অনেক দিন আগেই খুনের হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিশনই। বিশনই সম্প্রদায় কালো হরিণকে পুজো অর্চনা করে, সলমনের বিরুদ্ধে সেই হরিণ খুনের অভিযোগ ওঠার পর থেকে লরেন্স তাঁর ওপর খড়গহস্ত। সম্পত নেহরা গ্রেফতার হয়ে যাওয়ায় সলমন হত্যার ছক আপাতত বানচাল হয়ে গেল ঠিকই কিন্তু গোটা পরিকল্পনায় আর কে কে জড়িত তা জানার চেষ্টা করছে এসটিএফ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LCWcB3

June 10, 2018 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top