কলকাতা, ২১ জুন- ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কম করেও ২০ টি আসন হারাবে। একইসঙ্গে বাংলায় কোনও ফেডারেল ফ্রন্টও হবে না। পুরনো দলের ফল নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়েও কটাক্ষ করেন প্রাক্তন দলনেত্রীকে। কৃষ্ণনগরে বিজেপি নেতা মুকুল রায় বলেন, তৎকালীন বাম সরকারের হাতে গণতন্ত্র খুন হতে দেখে সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে সেই সময়ের বাম সরকারেও ছাড়িয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। মিথ্যা মামলায় জেলে ঢোকাচ্ছেন বিরোধীদলের নেতাকর্মীদের। অভিযোগ করেছেন মুকুল রায়। কেন্দ্রীয় তদন্তকারীদলের সঙ্গে সহযোগিতা করা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মুকুল রায়। ২০১৪-তে মোদী সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সংস্থার তদন্ত শুরু হয়, রাজ্যে চিটফান্ডগুলি নিয়ে। মুকুল রায়ের দাবি, সেই সময় তিনি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তদন্তে সহযোগিতার জন্য বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করতে অস্বীকার করেন বলে দাবি করেছেন মুকুল রায়। প্রসঙ্গত এদিন কলকাতায় বিভিন্ন চিটফান্ড নিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। নিজের প্রাক্তন নেত্রীর প্রতি মুকুল রায়ের কটাক্ষ, প্রধানমন্ত্রী হওয়ার আশায় ভারতের বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিরোধী দলের বিভিন্ন নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলছেন। অখিলেশ, কেজরিওয়াল, মায়াবতী কেউই বাদ যাননি। মুকুল রায়ের দাবি, বাংলায় কোনও ফেডারেল ফ্রন্ট হবে না। পশ্চিমবঙ্গ থেকে জেতা ৩৪ আসনের মধ্যে কম করে ২০টি আসন হারিয়ে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার আশাও পূরণ হবে না বলেও জানিয়েছেন মুকুল রায়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2loNMSw
June 21, 2018 at 06:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন