ইস্তফা দিচ্ছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা আরবিন্দ সুব্রহ্মণিয়াণ

নয়াদিল্লি, ২০ জুনঃ ভারতে চার বছর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করার পর আরবিন্দ সুব্রহ্মণিয়াণ ফিরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানালেন। অক্টোবরে কাজের সময়সীমা শেষ হওয়ার আগেই পদ ছাড়ার আগে আরবিন্দ সুব্রহ্মণিয়াণ ব্যক্তিগত কারণ, রিসার্চ এবং লেখালেখি করাকে কারণ হিসেবে দেখিয়েছেন।

বুধবার একটি ফেসবুক পোস্টে জেটলি জানান, ‘পারিবারিক দায়বদ্ধতার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে চান…তাঁকে ছেড়ে দেওয়া ছাড়া এক্ষেত্রে আমার সামনে আর কোনও বিকল্প পথ নেই।’ তিনি আরও জানান, কিছুদিন আগে সুব্রাহ্মণিয়াণ জেটলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন এবং তাঁর কারণগুলো ব্যক্তিগত তবে খুবই গুরুত্বপূর্ণ।

১৬ অক্টোবর, ২০১৪ থেকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে বহাল ছিলেন আরবিন্দ সুব্রহ্মণিয়াণ। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে কাজে যোগ দিলেও, পরবর্তীকালে মেয়াদ আরও বাড়ানো হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2t9S98G

June 20, 2018 at 05:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top