মাধ্যমিকে জেলার জয়জয়কার, সেরা কোচবিহারের সঞ্জীবনী

ওয়েব ডেস্ক, ৬ জুনঃ মাধ্যমিকে জয়জয়কার উত্তরবঙ্গে। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ।তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। তৃতীয় কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাব্জা দাস এবং মৃন্ময় মন্ডল। তাদের প্রাপ্ত নম্ব ৬৮৭। চতুর্থ স্থানাধিকারী উত্তর ২৪ পরগনার প্রফুল্ল বিদ্যামন্দিরের দীপ গায়েন (৬৮৬)। ৬৮৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে অঙ্কিতা দাস, সৌমি নন্দী, বাঁকুড়া বিবেকানন্দ মিশনের সৃজা পাত্র, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের অনীক জানা, কাঁচরাপাড়া হাইস্কুলের প্রথম কান্তি মজুমদার। উত্তরবঙ্গ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে দিনহাটা হাইস্কুলের সুমিত বাগচী, জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস থেকে নিধি চৌধুরি (৬৮৪), প্রতিমান দে, অরিত্রিকা পাল, শ্রুতি সিংহ মহাপাত্র। সপ্তম স্থানে রয়েছে কোচবিহারের মণীন্দ্রমাথ হাইস্কুলের মহাশ্বেতা হোমরায় (৬৮৩), দেবাঞ্জন ভট্টাচার্য, অরিন্দম ঘোষ, পারমিতা মন্ডল, সার্থক তালুকদার। অষ্টম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের দেবস্মিত রায়, আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি হাইস্কুলের তাপস দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলে জুমানা নারজিস ও মালদার এসি ইনস্টিটিউশনের অরিন্দম সাহা (৬৮২), অনমিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাজা, দিশা মণ্ডল, প্রেরণা মণ্ডল, রূপ সিংহবাবু। ৬৮১ পেয়ে নবম হয়েছে উত্তরবঙ্গ থেকে সুনীতি অ্যাকাডেমির ঐতিহ্য সাহা, বাগডোগরা বালিকা বিদ্যালয়ের সায়ন্তিকা রায়, মালদা রামকৃষ্ণ মিশনের অম্লান ভট্টাচার্য ও সায়ন্তন চৌধুরি, মহম্মদ রফিকুল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক শূর, তন্ময় চক্রবর্তী, সোহম আহম্মদ, সৈকত সিংহ রায়, স্বস্তিক কুমার ঘোষ।দশম স্থানে রয়েছে বৈদুর্য বিশ্বাস, সুমন কুমার সাহা, প্রিমরোজ সরকার, মির মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার, তামান্না ফিরদৌস, অন্বেষা দেঘোরিয়া, গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, সুভম রায়, ইন্দ্রজিৎ মিশ্র, দেবান্ন প্রধান, পবিত্র সেনাপতি, অগ্নিভ সিংহ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HpyZ2y

June 06, 2018 at 10:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top