নয়াদিল্লি, ৭ জুনঃ আজ নাগপুরে আরএসএসের সভায় বক্তৃতা দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে আগেই বিতর্ক দেখা দিয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রণব-কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণববাবুর এই সিদ্ধান্ত বিজেপি এবং সংঘের হাতে মিথ্যা তথ্য প্রচারের একটি পথ খুলে দিল বলে মত শর্মিষ্ঠার। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইট করেছেন, আপনি আরএসএসের মঞ্চে কী বললেন, তা লোকে ভুলে যাবে। কিন্তু রয়ে যাবে শুধু ছবিগুলো। সেগুলোই মিথ্যে বিবৃতির সঙ্গে প্রচারিত হবে সর্বত্র।এর আগে জল্পনা ছড়িয়েছিল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রণব কন্যা। এদিন তিনি জানিয়েছেন ‘রাজনীতি ছেড়ে দেব। কিন্তু বিজেপিতে যোগ দেব না।’এই প্রচারের পেছনে বিজেপির হাত রয়েছে বলেও অভিযোগ তাঁর।
Hope @CitiznMukherjee now realises from todays’ incident, how BJP dirty tricks dept operates. Even RSS wouldn’t believe that u r going 2 endorse its views in ur speech. But the speech will be forgotten, visuals will remain & those will be circulated with fake statements. 1/2
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 6, 2018
.@CitiznMukherjee By going 2 Nagpur, u r giving BJP/RSS full handle 2 plant false stories, spread falls rumours as 2day & making it somewhat believable. And this is just d beginning! 2/2
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 6, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M6gfsM
June 07, 2018 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন