ঢাকা, ০৩ জুন- বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, এইরকম আরো কতো আকুতি রেকর্ডিং মেশিনের বাইরে থেকে গেছে, ভাবেন। ভাবেন স্বাধীনতার পর থেকে এইরকম কতো বিচার বহির্ভুত হত্যা হইছে। ভাবেন, রাষ্ট্ররে যে নাগরিক তার হেফাজতের দায়িত্ব দিছে, তার জানই কেমনে কবজ করে বসলো রাষ্ট্র। ভাবেন, কবে কোথায় কোন ভুলে লখিন্দররে দংশাইলো সুতানলী সাপে? একটা খারাপ লোককেও নির্মূল করার জন্য যখন আপনি বিচার বহির্ভুত হত্যা সমর্থন করেন, তখনই আপনি নিজের অজান্তেই একজন ভালো লোককে হত্যার লাইসেন্সও তুলে দেন। আপনিই এই রাষ্ট্র বানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। প্রসঙ্গত, গত ২৬ মে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরাম। তবে পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আর/০৭:১৪/০৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kLEdgu
June 03, 2018 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top