নিপা আতঙ্কে ট্রেনে বন্ধ ফল দেওয়া, পরিবর্তে মিলবে ফ্রুট জুস

নয়াদিল্লি, ২ জুনঃ দক্ষিণের ট্রেনে এবার বন্ধ হল গোটা ফল দেওয়া। তবে চিন্তার কোনো কারণ নেই। ফলের পরিবর্তে দেওয়া হবে ফলের রস। এতদিন শতাব্দী, দুরন্ত, রাজধানী এইসব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রীদের ব্রেকফাস্টে ফল দেওয়া হত। লাঞ্চ ও ডিনারের পরেও একটি করে ফল দেওয়া হত। কিন্তু নিপা আতঙ্কে এবার সিদ্ধান্ত বদলাচ্ছে রেল।

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া এই চার রাজ্য থেকে যে ট্রেনগুলি ছাড়বে সেইসমস্ত ট্রেনে কোনওভাবেই ফল দেওয়া হবে না। পরিবর্তে দেওয়া হবে ফলের রস। ট্রেনের মধ্যে রেলের তরফে ফল বিক্রিও বন্ধ করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J8MaGU

June 02, 2018 at 01:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top