গোরু চুরির ঘটনায় উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

তুফানগঞ্জ, ১৪ জুনঃ গোরু চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল  চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঘোগারকুঠি এলাকায়।  এলকাবাসীর অভিযোগ, বুধবার রাতে এলাকার তিনটি বাড়ি থেকে মোট ১০টি গোরু চুরি হয়ে যায়। এদিন সকালে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রায় ৪ ঘণ্টা দেওচড়াই মোড় থেকে দেওচড়াই যাওয়ার রাজ্য সড়কও অবরোধ করে রাখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সাবলু বর্মন, কমলেশ সরকার সহ আরো অনেকে জানান, বারবার গরু চুরির ঘটনায় আমরা আতঙ্কিত। আমরা তুফানগঞ্জ থানার বারবার জনিয়েছি। কিন্তু তাতে কোন লাভ হয়নি। এরপর ১০টা নাগাদ পুলিশ ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা পথ অবরোধ তুলে নেন। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদদাতাঃ রাজীব বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2t7wmNT

June 14, 2018 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top