দেরাদুন, ০৪ জুন- টস জিতে ফিল্ডিং নেওয়ার পর মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ডেথ ওভারে তাদের বোলাররা ছন্নছাড়া। যাতে করে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো আফগানিস্তান। তারপর শুরুতেই উইকেট হারানোর পর যেই না একটু দাঁড়িয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা, তখনই রশিদ খানের আঘাত। শেষ দিকে শাপুর জাদরানের তোপ। তাতে আর পেরে ওঠেনি সাকিব আল হাসানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা শুরু করল ৪৫ রানে হেরে। আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৭ রান করে। জবাবে ১৯ ওভারে ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন রশিদ। রশিদ খানকে নিয়ে ম্যাচের শুরুতেই সতীর্থদের সতর্ক থাকতে বলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সতর্ক থাকলেও আফগান স্পিনারের পারফরম্যান্সে অসহায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমরা হেরেছি বাজে খেলার জন্য, আমাদের আরও অনেক বিষয়ে নজর দিতে হবে। মাহমুদুল্লার ১ ওভার বোলিং দেওয়া নিয়ে তিনি বলেন, মাহমুদুল্লা রেগুলার বোলার না তাকে ১ ওভার বল করতে দেওয়া হয়েছিল সে ভাল করেছে পরের ওভার ভাল করবে এমন কোন যুক্তি নেই রেগুলার বোলার লাইনে থাকতে তাকে বল দেওয়া এটা ঠিক নয়। আরও পড়ুন: রশিদ ঘূর্ণিতে আফগানদের বিপক্ষে টাইগারদের হার তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ০৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J4YsEe
June 04, 2018 at 02:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন