মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সপ্তম আলিপুরদুয়ারের রিদম

আলিপুরদুয়ার, ৮ জুনঃ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও রাজ্যে মেধা তালিকায় সপ্তম স্থান ধরে রাখল কামাখ্যাগুড়ি হাই স্কুলের ছাত্র রিদম কুমার দাস।  ৪৮৪ নম্বর পেয়ে রিদম এবারের উচ্চ মাধ্যমিকে বিঞ্জান বিভাগে রাজ্য তালিকায় সপ্তম হয়েছে। রিদম বাংলায়-৯৭, ইংরাজিতে-৯০, অংকে-৯৬, পদার্থ বিদ্যায়-৯৬, রসায়নে-৯৭ ও বায়োলজিতে-৯৮ নম্বর পেয়েছে।

এর আগে ২০১৬ সালে মাধ্যমিকে ৬৭৮ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছিল সে।  রিদমের বাবা পেশায় গৃহ শিক্ষক নারায়ন চন্দ্র রায়,  মা বীনা দেবী গৃহবধু।  ছেলের আসামান্য ফলাফলে আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার সহ তার স্কুলের শিক্ষক শিক্ষিকা, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষ। রিদম তার দাদার মতোই ডাক্তারি নিয়ে পড়াশুনা করতে চায়। কামাখ্যাগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিব কর বলেন, রিদম আমাদের গর্ব। তার হাত ধরে গোটা রাজ্যে উঠে এসেছে স্কুলের নাম। আগামী দিনেও তার আরও সাফল্যের আশাবাদী।

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sFA6H8

June 08, 2018 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top