পথ দুর্ঘটনায হত যুবকের চক্ষুদান করলেন বাবা

কলকাতা, ১৯ জুনঃ দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানার অন্তর্গত জিঞ্জিরা বাজারের কাছে উপেন বন্দ্যোপাধ্যায় রোডের উপর মঙ্গলবার ঘটে যাওয়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ত্রিজিৎ ঘোষ (২৬)।  মৃত যুবকের বাড়ি দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ সংলগ্ন নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। একটি বেসরকারি সংস্থার বিপণন (সেলস) বিভাগে চাকরি করতেন তিনি। এদিন তিনি তাঁর বাইকে করে জিঞ্জিরা বাজার থেকে উপেন বন্দ্যোপাধ্যায় রোড ধরে পর্ণশ্রী থানার দিকে যাচ্ছিলেন সেসময তীব্র বেগে ধেয়ে আসা ১৩ নম্বর রুটের একটি বেসরকারি বাস তাঁর বাইকটিকে ধাক্কা মারলে ত্রিজিতবাবু পড়ে যান। তাঁর বুকের উপর দিয়ে বাসটির চাকা চলে যায়। জখম অবস্থায় স্থানীয় লোকেরা পুলিশের সহায়তায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

খবর পেয়ে মৃত ত্রিজিৎবাবুর বাবা হাসপাতালে ছুটে আসেন। ছেলের অবস্থা দেখে তিনি তাঁর অঙ্গদান করার প্রস্তাব দেন। বিদ্যাসাগর হাসপাতালে অঙ্গ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় হাসপাতালের পক্ষ থেকে মিন্টো পার্কের প্রিয়ম্বদা বিড়লা চক্ষু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে বিশেষজ্ঞরা ওই হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির চোখ দুটি সংগ্রহ করে নেন। পুলিশ ঘাতক বাসটির চালক ও কনডাক্টরকে আটক করেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JMtrVY

June 19, 2018 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top