জিনস, টি-শার্ট পরে অফিসে আসা চলবে না, নির্দেশ রাজস্থান শ্রম দপ্তরের

জয়পুর, ২৭ জুনঃ জিনস, টি-শার্ট পরে অফিসে আসা চলবে না। রাজস্থানের শ্রম দপ্তরের কর্মীদের এমনটাই নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে ২১ জুন সার্কুলার জারি করে শ্রম কমিশনার গিরিরাজ সিংহ কুশওয়া বলেছেন, কিছু অফিসার, কর্মীকে প্রায়ই জিনস, টি শার্ট, আরও নানা অশালীন পোশাকে অফিসে দেখা যাচ্ছে। এটা অসম্মানজনক। সুতরাং দপ্তরের মান-মর্যাদার কথা মাথায় রেখে অফিসার, কর্মচারীরা প্যান্ট, শার্টের মতো ভদ্র পোশাক পরে অফিসে আসবেন, এটাই আশা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে কর্মচারী সংগঠনের নেতা গজেন্দ্র সিংহ জানিয়েছেন, রাজ্যে এমন কোনও সার্ভিস রুল নেই। আমরা গণতান্ত্রিক পথে সার্কুলারের বিরোধিতা করব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tyYD0V

June 27, 2018 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top