শৈশবের স্মৃতিতে কে না ভেসে থাকতে চায়। পুরনো সেই স্মৃতি আবেগে ভাসিয়ে দেয় যে কাউকে। কখনও কখনও আবেগের বাঁধভাঙা জোয়ার জন্ম দেয় অশ্রুর। ব্রাজিলীয় তারকা নেইমারও ব্যতিক্রম কেউ নন। তিনিও রক্তমাংসে গড়া মানুষ। ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়ে নয়নজলে ভেসেছেন ব্রাজিলিয়ান সুপার স্টার। আবেগ ভরা এমন ঘটনা বেশ কিছু দিন আগের। নেইমার এখন রাশিয়ায় থাকলেও দেশ ছাড়ার আগে একটি টিভি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নেইমারের জীবন স্মৃতির ওপর গড়া হয়েছে এই অনুষ্ঠান। তার পুরনো স্মৃতিকে তাজা করে তুলতে পুরনো বাড়ির আদল দেওয়া হয়েছিল মঞ্চটিকে। সাও পাওলোর উপকূলে গড়া তাদের প্রথম ঘরটি ছিল সান ভিসেন্তেতে। ঠিক তার মতো করে সাজানো হয় পুরো মঞ্চ। হুবহু মিলে যাওয়ায় পুরো আবহ নেইমারকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ছোটবেলায়। দরজা খুলে ঢুকতেই নেইমারের স্মৃতিতে ভাসতে থাকে অতীত। পরিচিত আবহে স্মৃতিগুলোকে তরতাজা দেখতে থাকেন নেইমার। তার মনে হচ্ছিল এই তো সেই কাপড়, ট্রফি- কণ্ঠ রূদ্ধ হয়ে গেয়েছিল এমন আকস্মিক উপস্থাপনায়। শেষ পর্যন্ত আবেগের সেই প্রকাশ ঘটেছে অশ্রুধারায়। কিছুক্ষণ পর নেইমারের বোন রাফায়েলা, বান্ধবী ব্রুনা মার্কুইজিন ঘরে ঢুকলে সম্বিত ফেরে নেইমারের। এরপর তার সঙ্গে অতীত অভিজ্ঞতা ভাগাভাগি করেন সবাই। নেইমার চোটগ্রস্ত থাকা অবস্থাতেই পুরো অনুষ্ঠানটির শুটিং শেষ হয়। যেটি প্রথমবার ইতোমধ্যে প্রচারিত হয়েছে শনিবার। সূত্র: বাংলা ট্রিবিউন আর/১৭:১৪/১২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JCD05H
June 13, 2018 at 12:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top