মুম্বই, ২৩ জুনঃ খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। বিষাক্ত খাবার খেয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দু-বছর আগে বিয়ে হয়েছিল জ্যোতি সুরেশ সুরওয়াসে নামে ওই মহিলার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয় স্বজনরা প্রায়ই গায়ের রং নিয়ে খোঁটা দিতেন তাঁকে। সেইসঙ্গে রান্না না করতে পারায় জুটত গঞ্জনা। এতে ক্ষুব্ধ ওই মহিলা বদলা নিতে খাবারে বিষ মিশিয়ে সবাইকে মেরে ফেলার ছক কষেন।
রায়গড়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৮ জুন খালাপুর তেহশিলের মাহাড় গ্রামে শ্বশুরবাড়ির এক আত্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন ওই মহিলা। ওই অনুষ্ঠানে তৈরি খাবারে কীটনাশক ঢেলে দেন তিনি। আর সেই খাবার খেয়ে ৪ শিশু ও ৫৩ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন অভিযুক্তর আত্মীয়। পুলিশ খাবারের নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠায়। সেখানে বিষ থাকার কথা ধরা পড়ে। এরপরই ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ltKOwn
June 23, 2018 at 04:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন