সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত অর্থ ৫০ শতাংশেরও বেশি বেড়েছে

নয়াদিল্লি, ২৯ জুনঃ ক্ষমতায় এসে কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে সম্প্রতি সুইস ব্যাংকের রিপোর্ট বলছে, ভারতীয়দের টাকার অঙ্ক বিগত বছরে ৫০ শতাংশ বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭-য় ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকারও বেশি। তার আগের তিন বছরে যদিও সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা জমা করার পরিমাণ কমেছে।
সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)-এর কেন্দ্রীয় ব্যাংকিং কর্তৃপক্ষের এই তথ্য বলছে, বিগত বছরে সুইস ব্যাঙ্কের বিদেশি গ্রাহকের জমা করা মোট অর্থের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। অঙ্কের হিসেবে তা ১.৪৬ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ। ভারতীয় মুদ্রায় ১০০ লক্ষ কোটি টাকারও বেশি।
২০১১ ও ২০১৩-র পর এই নিয়ে তৃতীয় বার এমন ঘটনা ঘটল। ২০১১-য় ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ১২ শতাংশ, ২০১৩-য় ৪৩ শতাংশ, সেখানে ২০১৭-য় তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশেরও বেশি। ২০০৪-এ রেকর্ড মাত্রায় বেড়েছিল ৫৬ শতাংশ
রিপোর্ট বলছে, ২০১৬-য় সুইস ব্যাঙ্কে ভারতীয়দের টাকা জমা পড়ার পরিমাণ  ৪৫ শতাংশ কমেছিল। এখনও পর্যন্ত ২০০৬ সালেই সবচেয়ে বেশি ভারতীয় মুদ্রা সুইস ব্যাংকে সঞ্চিত হয়েছে। ৬.৫ বিলিয়ন সুইস ফ্রাঁ, অর্থাৎ‌ প্রায় ২৩ হাজার কোটি টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ICgkS2

June 29, 2018 at 03:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top