ঢাকা, ২০ জুন- আসন্ন আয়ারল্যান্ড ট্যুর এবং বিশ্বকাপ টি২০ বাছাই পর্বে নেই জান্নাতুল ফেরদৌস সুমনা। ১৮ বছরে সুমনা ঐতিহাসিক এশিয়া কাপে অভিষিক্ত হয়েছিল। তিনি স্ট্যান্ডবাই হিসেবে অলরাউন্ডার লতা মন্ডল, মুর্শিদ খাতুন এবং সুরাইয়া আজমিনের সাথে থাকবেন। আয়ারল্যান্ডে সাথে তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী ২৮, ২৯ জুন ও ১ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই মূলত ম্যাচ তিনটি হবে । এরপর নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ সেখান থেকেই। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে সালমা খাতুনদের। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। ৮ দলের বাছাই পর্ব ৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে । সেরা দুই দল খেলবে ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। অন্য গ্রুপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা। এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ পাবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। বাংলাদেশ দল: ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K5ASqz
June 20, 2018 at 06:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন