ভক্তের আবেগ মনে হয় এমনই হয়! সিয়ামকে কাছে পেয়ে তার এক ভক্ত বলে ফেললো,ভাই সালমান শাহকে দেখিনি আপনাকে দেখলাম। সিয়াম কে দেখে বার বার একই কথা বলে যাচ্ছিলো সেই ভক্ত। শুক্রবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহয়ের ছায়াবানী সিনেমা হলে গিয়েছে পোড়ামন ২ সিনেমার টিম। ঘটনাটি ঘটে সেখানেই। ছবির টিম এই এই সময় এই হলে হাজির থাকার কথা আগে থেকেই প্রকাশ করা হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজে। নায়ক নায়িকাদের সামনা সামনি একপলক দেখার জন্যই সেখানে অপেক্ষা করে ছিলেন তাদের ভক্তরা। গাড়ি থামতেই অসংখ্য সিনেমা প্রেমীদের ভিড় জমে যায় সেখানে। গাড়িতে ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ, পোড়ামন ২ এর নির্মাতা রায়হান রাফি, নায়ক নায়িকা সিয়াম-পূজাসহ আরও অনেকেই। সিনেমা হলের সামনে হাজার হাজার দর্শকের হই চই ছিল চোখের পড়ার মতো দৃশ্য। সিয়ামের নাম ধরে ডেকে উচ্ছাস প্রকাশ করছিল দর্শকরা। সেখান থেকেই ফেসবুক লাইভে এসেছিলেন নির্মাতা রাফি। সিয়াম বললেন, আপনাদের সঙ্গে বসে সিনেমা দেখার জন্যই আমারা এসেছি। কে কে আমাদের সঙ্গে সিনেমা দেখবেন? এরপরেই সিনেমা হলে প্রবেশ করেন তারা। ঈদের সফল ছবি রায়হান রাফি পরিচালিত পোড়ামন ২। জাজ মাল্টিমিডিয়ার ছবিটি দিয়ে সিনেমার নায়ক হয়ে অভিষিক্ত হলেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক নতুন মুখ পূজা চেরী। প্রথম ছবিতেই সফল সিয়াম, সফল সিয়াম-পূজার জুটিও। আরও পড়ুন: সিয়ামকে শুভেচ্ছা জানালেন শাকিব সাফল্যের ধারাবাহিকতা মুক্তির তৃতীয় সপ্তাহেও বহমান। নতুন সপ্তাহে বেড়েছে হল সংখ্যা, শুক্রবার থেকে ছবিটি মুক্তি পেয়েছে ৩৫টি হলে। তারমধ্যে ৭টি হলে টানা তিন সপ্তাহ ধরে চলার কৃতিত্ব অর্জন করছে ছবিটি। সেগুলো হলো ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার, জয়দেবপুরের বর্ষা, মেহেরপুরের মেহেরপুর সিনেমা, বগুড়ার মমো ইন হল। শুক্রবার থেকে প্রথমবারের মতন চলছে বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়নগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা), সেনা (সাভার) সিনেমা হলগুলোতে। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/০৯:০০/ ৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tS7ASj
June 30, 2018 at 01:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন