বাংলাদেশ ক্রিকেটের ব্যাডবয় হিসেবে নিজেকে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে তিনি এই কুখ্যাতি অর্জন করেছেন। ফের একবার উশৃঙ্খলতার দায়ে শিরোনামে চিলে এলেন তিনি। ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গের কারণে সাব্বিরকে বিসিবির দেওয়া নিষেধাজ্ঞার গেঁড়াকলে রয়েছেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে না হতেই আরেক কাণ্ড বাঁধিয়ে বসলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা কাটাকাটি হয় সাব্বিরের। এক পর্যায়ে মিরাজের গায়ে হাতও তুলেছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন সাব্বির রহমান। পরের ম্যাচে ভালো শুরু পেলেও ১৩ রান করে ফিরেছিলেন সাজঘরে। এরপর মেহেদি মিরাজ কাণ্ডের পর তাকে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়। তবে সাব্বির এমন কাণ্ড ঘটালেও টিম ম্যানেজার বিসিবিকে দেওয়া সিরিজের প্রতিবেদনে সেটা উল্লেখ করেননি। বিষয়টিকে স্রেফ ভুল বোঝাবুঝি উল্লেখ করে সূত্রটি জানায়, তেমন বড় কোনো ঘটনা না। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই এটা হয়েছে। তাই ম্যানেজার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেননি। আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ এর আগে সাব্বির গত বছরের ডিসেম্বরে রাজশাহীতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালে মাঠের বাইরে এক দর্শককে লাঞ্ছিত করেন তিনি। ফলে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞাসহ সাব্বিরকে নগদ ২০ লাখ টাকা জরিমানা করে ক্রিকেট বোর্ড। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ১০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xYI3fu
June 10, 2018 at 03:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন