টরন্টো, ১১ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম জি-৭ সম্মেনলে যোগদানের জন্য কানাডা সফরকালে কানাডাস্থ বিএনপি বিক্ষোভ, প্রতিবাদ এবং কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করে। তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যেখানে শেখ হাসিনা, সেখানেই প্রতিবাদ। সেই প্রক্ষিতে প্রথমে তারা কুইবেক সিটিতে পরে টরন্টোতে রাস্তায় নেমে আসে। শেখ হাসিনা পিয়ারসন এয়ারপোর্ট থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে বেলা ২টার দিকে কুইবেক সিটির জিন লিসাজ বিমান বন্দরে পৌঁছলে, বিমান বন্দরের পার্কিং লডে কালো পতাকা প্রদর্শন করে। এদিকে টরন্টোস্থ ডাউনটাউনে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার প্রাক্কালে মেট্রো কনভেনশন সেন্টারের উল্টো দিকে রাস্তার ওপারে সিমকো পার্কে স্থানীয় বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। তাদের ব্যানারে খালেদা জিয়ার মুক্তি চাই/ ইলিয়াসকে ফেরত দাও ইত্যাদি শ্লোগান দেখা যায়। এ সময় টরন্টো পুলিশকে বেশ তৎপর থাকতে দেখা যায়। আরও পড়ুন: কানাডার প্রথম বাংলাদেশি এমপিপি ডলি বেগম এই প্রতিবাদে যোগ দেন বিএনপি নেতা এবং সাপ্তাহিক ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার, সাপ্তাহিক আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রণি, বিএনপি নেতা জাকির খান, এস আর চৌধুরী রেশাদ, আবুল আজাদসহ আরও অনেকে। তথ্যসূত্র: cbn24 আরএস/০৯:০০/ ১১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JBtEr9
June 11, 2018 at 10:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন