ঈশ্বরকে খুশি করতে মেয়েকে উৎসর্গ করল বাবা

যোধপুর, ১০ জুনঃ ঈশ্বরকে খুশি করতে ৪ বছরের সন্তানের গলা কেটে খুন করল বাবা। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত নবাব আলি কুরেশি(২৬) যোধপুরে একটি মাংসের দোকান চালাত। শুক্রবার ভোরে নিজের বাড়িতেই মেয়ে রিজওয়ানা-কে গলা কেটে খুন করে সে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাজারে নিয়ে গিয়ে প্রচুর খেলনা এবং তার পছন্দমত জিনিস কিনে দেয় নবাব। রাতে সকলে ছাদে ঘুমিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়লে মেয়ে রিজওয়ানাকে কোলে করে নীচে নিয়ে যায় নবাব। মেয়েকে কোলে বসিয়ে কোরান পড়ে, তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তাকে।
ভোরে ঘুম ভেঙে মেয়েকে দেখতে না পেয়ে নবাবের স্ত্রী নীচে যান। ঘরে গলা কাটা অবস্থায় রিজওয়ানাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন তিনি। কিছু না জানার ভান করে নবাব প্রথমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে এটা হয়ত বিড়ালের কাজ। এরপর খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশের জেরার মুখে খুনের কথা কবুল করে নবাব। সে জানায়, রমজান মাসে ঈশ্বরকে খুশি করতে নিজের মেয়েকে কুরবান করেছে সে। নবাবের বিরুদ্ধে খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mfr6Rd

June 10, 2018 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top