শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার স্বরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, চুনারুঘাট উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার স্মরণে ইফতার পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মহান বদরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সুন্নত প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সকল মুসলীম মিল্লাতের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশ আজ সন্ত্রাস, গুম, খুন, হত্যার রাজনীতিতে পরিচালনা হচ্ছে। এ থেকে মুক্তি পেতে বদরের আদর্শে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। এ হত্যার প্রায় ৩মাস অতিবাহিত হওয়ার পরেও প্রকৃত খুনীদের সনাক্ত করতে পারছেনা প্রশাসন। অনতিবিলম্বে এ হত্যাকান্ডের তদন্ত শেষ করে আসামীদের শাস্তির দাবী জানান। গতকাল ১৭ই রমজান বিকাল ৪ঘটিকায় চুনারুঘাট পৌর শহরস্থ দিদার কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফাতার পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, যুব সেনার সভাপতি ও ইফতার কমিটির আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার দুলালের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ সাংগঠনিক সচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, জেলা সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর সভাপতি প্রভাষক আব্দুস সালাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, ইসলামী ফ্রন্ট উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস.এম. সুলতান খান, ইসলামী ছাত্রসেনার উপজেলা সাবেক সভাপতি সৈয়দ হাফিজ আহমদ শাহীন, শহীদ আকল মিয়ার বড় ছেলে নাজমুল ইসলাম বকুল, ওয়াহিদুল ইসলাম এমরান,

কুতুব উদ্দিন আখঞ্জি, মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা ওমর ফারুক চৌধুরী, কাজী মাওলানা আব্দুল হাই, আলহাজ্ব আব্দুজ জাহির মেম্বার, ছাত্রসেনা জেলা সহ সভাপতি মোঃ মামূনূর রশিদ, মোঃ বিলাল মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সুমন, জাপা সভাপতি মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারী সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, যুব সেনার উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ইকবাল, সহ সাধারণ সম্পাদক নূর উদ্দিন সুমন, মোঃ মোক্তার হোসেন, সৈয়দ আবু নাঈম হালিম, কাঁচা মাল ব্যবসায়ী নেতা শেখ জামাল, উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ রহমত আলী, যুবনেতা ডা. আব্দুর রউফ, মাহবুবুর রহমান, সুহেল মিয়া, শামীম মিয়া, পৌর সভাপতি মোহাম্মদ আবু তাহির, কলেজ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মুবিন, মোঃ শিমুল মিয়া প্রমূখ।বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2LVq90h

June 04, 2018 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top