সুরমা টাইমস ডেস্ক :: সিলেট মহানগর এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৫ মাদকসেবীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাব-৯ সিলেট ক্যাম্পের পৃথক আভিযানিক দল। রাত ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, এএসপি নাহিদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ এসএমপি’র কোতয়ালী এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় এ মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধ মাদক রাখা ও সেবন করার অপরাধে ২৫ জন মাদক সেবনকারীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র্যাব এর ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হচ্ছে- সতেন্দ্র আচার্য্য (২৫), মো. দীন ইসলাম (২০), মো. সামছুল ইসলাম (২৫), আলী আহম্মদ (২৫), মো. সেলিম (৪৫), মো. রুম্মন (২০), মো. শামীম (২১), সুজন খান (২৩), মো. দুলাল হোসেন (২০), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. নুরুল আমিন (২২), মো. সৌরভ মমিন (২০), মাসুম আহম্মেদ (৩০), জসিম আহম্মেদ (৩৫), লেয়াকত আলী (৩২), মো. পারভেজ মিয়া (৩২), মো. শাহেদুল ইসলাম (৩৫), মো. নুর মোহাম্মদ (২৫), মাহাবুবুল হক (২৪), ফারুখ (৪৫), মো. সাদেকুর রহমান (২১), পলাশ কান্তি দাস (৩০) ও মো. কহিনুর (২৫)।
এচাড়া দুজন মাদক সেবনকারীকে ৫০০ টাকা করে জরিমানাপূর্বক ছেড়ে দেওয়া হয়।
মাদক সেবনকারীদের নিকট থেকে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করে ধ্বংস পূর্বক সকল মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2M3Bziw
June 07, 2018 at 02:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন