কলকাতা থেকে বাগডোগরাগামী বিমানে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

কলকাতা, ২১ জুন ঃ কলকাতা থেকে বাগডোগরা আসার সময় বিমানের ভিতর ধোঁয়ায় আতঙ্ক ছড়াল। এর জেরে বাতিল করে দেওয়া হয় এয়ার এশিয়ার ওই উড়ানটি। পরে জানা যায়, এসির ব্লোয়ারে যান্ত্রিক ত্রুটির জন্যই এই সমস্যা দেখা দিয়েছিল।

এদিন সকালে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরায় আসছিল  এয়ার এশিয়ার আই৫-৫৮৩ বিমানটি। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতে আচমকাই ধোঁয়ায় ভরে যায় বিমানের ভিতর। আগুন লাগার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়, বিমানযাত্রীদের মধ্যে। পরে অবশ্য বিমান সংস্থার তরফে যাত্রীদের আশ্বস্ত করা হয়। অন্যদিকে, ঘটনার জেরে যাত্রীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিমানের কর্মীরা। যাত্রীদের অভিযোগ, বিমানকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এয়ার এশিয়া। যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JVHaK7

June 21, 2018 at 12:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top