দেরাদুন, ০৭ জুন- আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে আচরণ বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি পেসার রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে আচরণ বিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করেছে। এছাড়া নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এই পেসার আইসিসির আচরণ বিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির ওই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে একজন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি বিরোধিতা প্রকাশ করা যা ভঙ্গ করেছেন রুবেল। ঘটনাটি কাল আফগানদের ব্যাটিংয়ের সময় ১১তম ওভারে। রুবেলের তার ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট নিয়েছিলেন। চতুর্থ বলে ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে রুবেলের একটি লেগ বিফোরের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এরপর রুবেল মেজাজ হারিয়ে হাত ছড়াছড়ি করেন, মাথা ঝাকান। ম্যাচের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করেন রুবেল। তার প্রস্তাবিত শাস্তিও মেনে নেন এই পেসার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/০৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HqwTQl
June 07, 2018 at 07:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন