নয়াদিল্লি, ২৬ জুনঃ দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধি। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে, ধর্ষণ ও মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ভারত। এই রিপোর্ট অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন রাহুল।
টুইটারে মোদির যোগ চর্চাকে কটাক্ষ করার পাশাপাশি সমীক্ষা রিপোর্ট সংক্রান্ত খবরের লিংকও শেয়ার করেন তিনি। ওই রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের পক্ষে ‘সবচেয়ে বিপজ্জনক’ দেশ ভারত।
রাহুলের টুইট, ‘প্রধানমন্ত্রী বাগানে যোগচর্চার ভিডিয়ো তুলছেন। অন্যদিকে, ধর্ষণ এবং মহিলাদের প্রতি হিংসার ঘটনায় আফগানিস্তান, সিরিয়া, সৌদি আরবকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। দেশের পক্ষে এটা মারাত্মক লজ্জার’।
While our PM tiptoes around his garden making Yoga videos, India leads Afghanistan, Syria & Saudi Arabia in rape & violence against women. What a shame for our country! https://t.co/Ba8ZiwC0ad
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IsIoaj
June 26, 2018 at 05:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন