কলকাতায় মেট্রো রেলের ঘটনার পুনরাবৃত্তি, যুগলকে হেনস্থা লোকাল ট্রেনে

কলকাতা, ২৫ জুনঃ ফের সহযাত্রীদের হুমকির মুখে তরুণ-তরুণী। লোকাল ট্রেনের কামরায় অভব্য ভাষায় হুমকি দেওয়া ছাড়াও তরুণীর পোশাক নিয়েও অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, গত শনিবার ওই যুগল শিয়ালদা থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য রাত ৯টা নাগাদ কৃষ্ণনগর লোকালে ওঠেন। ট্রেনের সিটে একটু সরে বসতে মধ্যবয়স্ক এক যাত্রীকে অনুরোধ করেন তাঁরা। কিন্তু ফ্যানের নীচ থেকে সরতে পারবেন না বলে জানিয়ে দেন ওই যাত্রী। তখন বাধ্য হয়ে দু’জনে অল্প জায়গায় বসেন। এই নিয়েই শুরু কথা কাটাকাটি। মেয়ে হয়ে কেন লেডিস কম্পার্টমেন্ট না উঠে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছেন সেই প্রশ্ন শুনতে হয় ওই তরুণীকে। এমনকি তাঁর পরনের পোশাক নিয়েও অশালীন ইঙ্গিত করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই তরুণী গোটা ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন। এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lypyFS

June 25, 2018 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top