এভারেস্ট থেকে ৮.৫ টন আবর্জনা উদ্ধার

বেজিং, ২ জুনঃ পর্বতারোহীদের কাছে সব থেকে আকর্ষণীয় হল এভারেস্ট শৃঙ্গ জয়। ২৯,০৩৫ ফুট উচ্চতার এই শৃঙ্গে প্রতিবছর অভিযান চালান সারা বিশ্বের বহু অভিযাত্রী। তাঁদের ফেলে যাওয়া আবর্জনাতেই ক্রমশ নষ্ট হচ্ছিল এভারেস্টের পরিবেশ। এভারেস্টকে আবর্জনামুক্ত করতে উদ্যোগী হয় চিন। ৩০ জনের একটি দল এই অভিযানে নামে। উদ্ধার হয় প্রায় ৮.৫ টন আবর্জনা। ২০১৫ থেকে তিব্বতের প্রশাসন প্রত্যেক অভিযাত্রীকে ৮ কেজি করে আবর্জনা ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেয়। নামিয়ে আনা আবর্জনার পরিমাণ কম হলে প্রতি কেজিতে ১০০ মার্কিন ডলার জরিমানাও করা হয়। নেপাল সরকারও একই নিয়ম চালু করেছে। তিব্বত প্রশাসন জানিয়েছে, এভারেস্টকে দূষণমুক্ত করতে ২০২০ সালের মধ্যে এরকম ৪৫টি অভিযান চালাবে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xB8RCb

June 02, 2018 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top