শ্রীনগর, ৩০ জুনঃ ঘন, ঘন ধস নামছে, তার সঙ্গে অঝোর বৃষ্টি। অনন্তনাগে ২১ ফিটের বিপদসীমা পেরিয়ে বইছে ঝিলম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পহেলগাঁও রুট দিয়ে অমরনাথ যাত্রা স্থগিত করে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। শুক্রবারই বালতাল রুট দিয়ে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছিল একই কারণে। জম্মু ও কাশ্মীর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানানো হয়েছে, শুক্রবার ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পূণ্যার্থীদের তৃতীয় ব্যাচ যাত্রা করেছিল পহেলগাঁও রুট দিয়ে। তাঁদের তিকরি বেস ক্যাম্পে রাখা হয়েছে। ৫০০-৭০০ তীর্থযাত্রী আছেন ওই ব্যাচে। তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। রাস্তার অবস্থা মারাত্মক খারাপ হওয়ার জন্য অমরনাথের গুহায় কাউকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yT9MP2
June 30, 2018 at 10:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন