দুর্যোগপূর্ণ আবহাওয়া, অমরনাথ-যাত্রীরা আটকে বেস ক্যাম্পে

শ্রীনগর, ৩০ জুনঃ ঘন, ঘন ধস নামছে, তার সঙ্গে অঝোর বৃষ্টি। অনন্তনাগে ২১ ফিটের বিপদসীমা পেরিয়ে বইছে ঝিলম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পহেলগাঁও রুট দিয়ে অমরনাথ যাত্রা স্থগিত করে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। শুক্রবারই বালতাল রুট দিয়ে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছিল একই কারণে। জম্মু ও কাশ্মীর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানানো হয়েছে, শুক্রবার ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পূণ্যার্থীদের তৃতীয় ব্যাচ যাত্রা করেছিল পহেলগাঁও রুট দিয়ে। তাঁদের তিকরি বেস ক্যাম্পে রাখা হয়েছে। ৫০০-৭০০ তীর্থযাত্রী আছেন ওই ব্যাচে। তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। রাস্তার অবস্থা মারাত্মক খারাপ হওয়ার জন্য অমরনাথের গুহায় কাউকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yT9MP2

June 30, 2018 at 10:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top