‘গণধর্ষণের ঘটনা মিটমাট’ করতে ব্যবসায়ীর থেকে টাকা দাবি, গ্রেফতার ফ্রিডম ২৫১ এর মালিক

নয়াদিল্লি, ১১ জুনঃ ‘গণধর্ষণের ঘটনা মিটমাট’ করতে এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা দাবি করায় গ্রেফতার করা হল ২৫১ টাকায় ফ্রিডম ২৫১ স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা সংস্থার অন্যতম কর্ণধার মোহিত গোয়েল সহ তিনজনকে।

পুলিশ সূত্রে খবর, গত ৬ মার্চ রাজস্থানের আলোয়ার জেলায় এক মহিলা অভিযোগ করেন, তাঁকে একটি হোটেলে ডেকে গণধর্ষণ করেন পাঁচ ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনা ধাপাচাপা দেওয়ার নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেন গোয়েলরা। নয়াদিল্লির নেতাজি সুভাষ প্লেস থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তাঁর কাছ থেকে যখন ‘ধর্ষিতা’ ও তাঁর সঙ্গীরা টাকা নিতে আসেন, তখনই তাঁদের গ্রেফতার করে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JvDL4s

June 11, 2018 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top