না ফেরার দেশে চলে গেলেন ভারতের সৌরাষ্ট্রের অন্যতম খ্যাতিমান ক্রিকেটার মুলভ জাদেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতের রাজকোটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে খেলেছেন মুলভ জাদেজা। ১৯ বছরের ক্যারিয়ারে ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি প্রতিনিধিত্ব করেছেন সৌরাষ্ট্র ও রেলওয়েজের হয়ে। ২৬.৯২ গড়ে তার সংগ্রহে ছিল ১৩৭৩ রান। প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে শোকপ্রকাশ করেছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। প্রচারমাধ্যমে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশনের মিডিয়া ম্যানেজার হিমাংশু শাহ জানান, সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার গর্ভনিং বডি ও প্রত্যেকেই অতীত দিনের প্রাক্তন এই ক্রিকেটারের মৃত্যুতে ব্যথিত। আরও পড়ুন: আর্জেন্টিনাকেও হারিয়েছিল বাংলাদেশ! ১৯৩০ সালে গুজরাটের জামনগরে জন্মগ্রহণ করেন মুলভ জাদেজা। ১৯৫২ সালে সৌরাষ্ট্রের অধিনায়কও হন তিনি। মূলত ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। তবে প্রয়োজনের মুহূর্তে অফ ব্রেক গুগলি বোলিংও করতে পারতেন। নিজের ৫৭টি ইনিংসে দুটো শতরান সহ সাতটি অর্ধশতরান করেছিলেন। পাশাপাশি তিনি একটি উইকেটও দখল করেছিলেন। যদিও সেই সময় জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sWqmbk
June 15, 2018 at 03:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন