তাজমহলের নাম বদলে রামমহল বা কৃষ্ণমহল করার পরামর্শ…….?

সুরমা টাইমস ডেস্ক::  তাজমহল নিয়ে হঠাৎ করেই বিজেপি-আরএএসের মাথাব্যাথা বেড়ে গেছে। এই স্মৃতি সৌধটি আসলে কার বা এটি শিব না কালী মন্দির, তা নিয়ে এর আগে অনেক জল্পনা হয়েছে। এখন আবার তাজমহল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক।

বিধায়ক সুরেন্দ্র সিং বলেছেন, তাজমহলের নাম বদল করে রামমহল হওয়া উচিত।

সম্প্রতি যৌনকর্মীদের স্বভাব-চরিত্রের সঙ্গে সরকারি অফিসারদের স্বভাবকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক সুরেন্দ্র সং। এবার তাজমহল নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তিনি।

তিনি বলেন, তাজমহলের নাম বদলে রামমহল করা হোক। তাঁর মতে, তাজমহল ভেঙে ফেলার চেয়ে বরং তার নতুন নামকরণ করা ভালো।

বিজেপি এই বিধায়ক একের পর এক বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী বিধায়ক-সাংসদদের উদ্দেশ্যে জানিয়েছেন, মন্তব্য করার বিষয়ে সংযত হওয়া জরুরি। অবশ্যই কিছু বলার আগে ভাবতে হবে।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‌তাজ আমাদের দেশের সম্পদ, নির্মাণকর্মীদের শ্রম ব্যবহার করেই তো কেউ বানিয়েছে এই মহলটি, তাই তাজমহল ধ্বংস করা ঠিক নয়। এগুলোই তো ভারতের আসল সম্পদ। বরং তার নাম পাল্টানো হোক।’‌

কী নাম হওয়া উচিত তাজ মহলের, এমন প্রশ্ন করা হলে বিধায়ক বলেন, ‘‌রামমহল বা কৃষ্ণমহল নাম রাখা যেতে পারে। আর আমার মত যদি মানা হয়, তাহলে তাজমহলকে রাষ্ট্রভক্ত মহল বলা উচিত।’‌

বিতর্কিত বিধায়কের এ ধরনের উপদেশ মানা হবে কি না সেটাই দেখার বিষয়।‌‌



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HJgeaB

June 13, 2018 at 08:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top