বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, বদলাতে হবে বলিউডের নাম, এতে আছে দাসত্বের মানসিকতা। এ নিয়ে খুব শিগগিরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠি লিখবেন তিনি। এই বিজেপি নেতা আরো জানান, সম্প্রতি তাঁর অফিসে পরিচালক-প্রযোজক সুভাষ ঘাই এর সাথে তাঁর আলোচনা হয়েছিলো, কীভাবে বিবিসি হলিউডের আদলে বলিউড নামটির চালু করেছিল। তাদের ধারণা ছিলো, হলিউডকে নকল করেই বলিউড সিনেমা তৈরি হয়। এই ধারণা থেকেই বলিউড নামটি দেওয়া হয়েছে। তাই এই নাম অবিলম্বে নিষিদ্ধ করা উচিত বলেই মনে করেন তিনি। এ নিয়ে ডোন্ট কল ইট বলিউড নামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এদেশে দাদাসাহেব ফালক সত্যজিৎ রায়ের মত পরিচালকরা অসাধারণ সিনেমা বানিয়েছেন তাহলে এই ইন্ডাস্ট্রি কিভাবে নকল হতে পারে? অনেক সিনেমা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেছে দেশে ও বিদেশে বলেও উল্লেখ করেন তিনি। তাই এত বড় একটি ইন্ডাস্ট্রিকে হলিউডের আদলে নাম দেয়া উচিত নয়। এই ইন্ডাস্ট্রির নাম বরং হিন্দি চলচ্চিত্র কিংবা তামিল চলচ্চিত্র হিসাবে চেনা প্রয়োজন। তিনি আরো বলেন এমনটা করতে পারলেই ভারতের ঐতিহ্য বাড়বে। তিনি মিডিয়ার কাছেও এই আন্দোলনকে ছড়িয়ে দেয়ার আহব্বান জানান, এখন দেখার বিষয় এ আন্দোলন কতটা সফল হয়। আরও পড়ুন: হলিউডের ছবিতে দীপিকার লুঙ্গি ডান্স? আরএস/০৯:০০/ ০৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kI1y2k
June 03, 2018 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top