নয়াদিল্লি, ৯ জুনঃ দিল্লি পুলিশের স্পেশাল সেলের এনকাউন্টারে নিহত হল ৪ কুখ্যাত অপরাধী। পুলিশ সূত্রে খবর, চার অপরাধীরা প্রত্যেকেই রাজেশ ভারতীর গ্যাংয়ের সদস্য ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে রাজেশ ও তার সহকর্মীদের খোঁজে দক্ষিণ দিল্লির ছাতারপুরের অভিযানের সময় রাজেশ ভারতীর গ্যাংয়ের সঙ্গে গুলির লড়াই চলে দিল্লি পুলিশের। জখম হন ৬ পুলিশকর্মী। ধরা পড়লেও, হরিয়ানার পুলিশ হেপাজত থেকে পালিয়ে যায় রাজেশ ভারতী। তাঁর বিরুদ্ধে অসংখ্য অপরাধমূলক মামলা রয়েছে। এনকাউন্টারে মৃত সকলকেই শনাক্ত করা গিয়েছে। নিহতরা হল রাজেশ ভারতী, বিদ্রোহ, উমেশ ডন ও ভিকু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই আন্ডারওয়ার্ল্ডের মাথাদের ধরার জন্য ছাতারপুরের ফার্ম হাউসের ওপর নজর রাখা হয়েছিল। শনিবারের এনকাউন্টারে নিহতদের হাসপাতালে নিয়ে গেলে তাদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
ভারতী ও বিদ্রোহের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লক্ষ টাকা। উমেশের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। প্রত্যকেই এরা খুন ও জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JFxiDq
June 09, 2018 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন