ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

টরেন্টো, ১১ জুনঃ কানাডা ও ফ্রান্সের পর এবার কর ইশ্যুতে ভারতকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে আমদানি করা জিনিসপত্রের উপর চড়া হারে কর আরোপের প্রতিবাদে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।

কানাডায জি-৭ বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প।  তাঁর বক্তব্য, ‘আমাদের দেশ থেকে ভারতে বেশ কিছু জিনিস রপ্তানি করা হয়। তার মধ্যে কয়েকটি পণ্যের উপর ১০০ শতাংশ কর আরোপ করেছে সেদেশের সরকার। কিছু জিনিসের উপর করের পরিমাণ ৭৫ থেকে ৫০ শতাংশ। এরফলে ভারতের বাজারে আমেরিকার পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে।’ তবে শুধু ভারতই নয়, অনেক দেশই এই ধরনের বাড়তি কর লাগু করার নীতি নিয়েছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতেও পিছপা হব না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sXhCRK

June 11, 2018 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top