কলকাতা, ২৫ জুনঃ সোমবার সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা ছিল কলকাতার আকাশে। যা বেলা বাড়তেই পরিণত হল ঝমঝমে বর্ষণে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই প্রবল বর্ষণ হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু-তিন ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ কলকাতার বেশ কয়েক জায়গায় জমেছে জল। ফলে শহরে তৈরি হয়েছে যানজট। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের অক্ষরেখার টানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয়বাষ্প ঢুকছে। আর তাই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রাজ্যের উপকূলীয় এলাকায় শুরু হয়েছে জোর বৃষ্টি।
অন্যদিকে, আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির জেরে ভাসতে পারে উত্তরবঙ্গও। তাই জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও আজ থেকে আগামী তিনদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Iq7PZV
June 25, 2018 at 03:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন