নয়াদিল্লি, ১৩ জুনঃ বিসিসিআই এর বার্ষিক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে পলি উমরিগড় পুরস্কারে সম্মানিত করা হল। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ তে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ক্রিকেটার হওয়ায় কোহলিকে এই পুরস্কার দেওয়া হল।
বেঙ্গালুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন কোহলি। রবি শাস্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কোহলি। তবে পুরস্কার নেওয়ার সময় কোহলির যা বললেন, তা সকলের মন কেড়ে নিল।
কোহলি বললেন, এই পুরস্কারের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। কারণ, আমার স্ত্রী এখানে উপস্থিত রয়েছে।
মহিলাদের মধ্যে স্মৃতি মন্ধানাকে ২০১৭-১৮ র সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়। হরমনপ্রীত কউর পেয়েছেন ২০১৬-১৭ র সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান।
ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের জন্য সম্মানিত হন জলজ সাক্সেনা, পরভেজ রসুল ও ক্রুনাল পান্ড্যদের।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এম কে পটৌদি স্মৃতি বক্তৃতা দেন। বোর্ডের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথম কোনও বিদেশী খেলোয়াড় হিসেবে বক্তব্য রাখলেন তিনি।
The way he said "my wife is here today, so it makes it more special" and the way she was smiling #Virushka #BCCIAwards #NAMAN Congrats @imVkohli ❤❤❤ pic.twitter.com/cICLtHJfpX
— Virushka Updates (@VirushkaUpdate_) June 12, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LLMLz9
June 13, 2018 at 05:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন