মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, আশাকরি আসন্ন নির্বাচনে নেত্রী (শেখ হাসিনা) আর সিলেট-২ আসনের নমিনেশন নিয়ে কোন ভুল করবেন না। তাই এবার ওই আসনে আওয়ামী লীগের নমিনেশন পাবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আর নৌকা প্রতিক পেলে আনোয়ারুজ্জামান চৌধুরীই হবেন আমাদের এমপি। তিনি এমপি হলে আমিও (লুৎফুর) আগামী ৩ বছরে জেলা পরিষদের ব্যাপক উন্নয়ন করতে পারব।সিলেট-২ আসনে জাতীয় পার্টি (জাপা)’র এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এলাকার কোন উন্নয়ন করেন নি। আর ওসমানীনগর উপজেলায় তো এক বিন্দুও উন্নয়ন হয়নি।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে সারা দেশে সমভাবে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। এধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে আবারও তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাকলে দেশে ‘মাদক-জঙ্গি-সন্ত্রাস-দূর্নীতি’ বলে কিছুই থাকবে না এবং মানুষ পাবেন নিজেদের প্রাপ্য অধিকার। উন্নয়নের জন্য সারা দেশে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে সভার কার্যক্রম হয়, তবে সভা চলাকালীন সময়ের এক পর্যায়ে হঠাৎ করে সভা মঞ্চ ত্যাগ করে চলে যান সভার সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান লিলু, সাবেক যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য জহুর আলী মেম্বার, শাহ আলম খোকন, ফজলুর রহমান, আমির আলী, সোহেল তালুকদার, তাজুল ইসলাম, রুহেল খান, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা শামছুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, মাহবুব হোসাইন মাছুম, যুগ্ম সম্পাদক রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহন আহমদ, ছাত্রলীগ নেতা মোহন আহমদ, লিটন আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা আহমদ আলী ও আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ আলী হেলালী।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, আবদুল কাদির, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মুকিদ, বিশ্বনাথ শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, প্রবাসী লয়লু মিয়া, শিক্ষক আলতাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জবেদুর রহমান মেম্বার, যুব ও ক্রীড়া সম্পাদক বাবরুল আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন,আবদুল মনাফ, আবদুল জলিল জালাল, বীরেন্দ্র কর, যুবলীগ নেতা আছকির আলী, পলাশ সেনাপতি, জাহেদ তালুকদার, শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা আহমদ হোসেন, রাজু আহমেদ, এনামুল হক, ফাহিম আহমদ, রুহেল আহমদ, রেজাউল ইসলাম প্রমুখ’সহ দলের নেতাকর্মী ও বিভিন্ন-শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2JwAcY1
June 10, 2018 at 01:44AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন